এই বইয়ের আউটলাইন
এই বইয়ের প্রতিটি চ্যাপ্টার পাইথনের আলাদা আলাদা প্যাকেজ অথবা টুল নিয়ে গুরুত্ব পাবে।
IPython and Jupyter
NumPy
Pandas
Matplotlib
Scikit-Learn
PyData বিশ্ব এই পাচটি লাইব্রেরী থেকে অনেক বড় এবং প্রতি দিনই বড় হচ্ছে। এই কথা মাথায় রেখে আমি আরো মজাদার প্রোজেক্ট এবং প্যাকেজ যেগুলো পাইথন দিয়ে কি কি করা যায় তার সীমানা বাড়িয়ে দিচ্ছে তাদের বিশদ রেফারেন্স দেয়ার চেষ্টা করেছি। তবুও এই পাচটি এখন পাইথন ডাটা সাইন্স দুনিয়ার মৌলিক এবং আমি আশা করি এগুলো এভাবেই গুরুত্বপূর্ণ থাকবে যেহেতু বাস্তুতন্ত্র এদেরকে কেন্দ্র করেই বড় হচ্ছে।
Last updated
Was this helpful?