ডাটা সাইন্স কি?
এই বইটি পাইথন দিয়ে ডাটা সাইন্স এর কাজ করার জন্য লিখা যেটা শুরুতেই প্রশ্ন তোলে "ডাটা সাইন্স কি?" আশ্চর্যজনক হলো এটার উত্তর দেয়া আসলেই কঠিন, অন্তত এখন যতটা বিশাল পর্যায়ে চলে গেছে। অনেকে এটাকে এতোটা অতিমাত্রায় নিয়ে গেছে যে এটা এখন buzzword এ পরিণত হয়েছে।
অনেকে যে গুরুত্বপূর্ন বিষয়টি উপেক্ষা করে ফেলে তা হলো এতো উৎসাহের ভিড়ে ডাটা সাইন্সকে আমরা কয়েকটি বিষয়ের দক্ষতার সমন্বিত রুপ বলতে পারি। এই একাধিক বিষয়ে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে ড্রিউ কনওয়ে তার ডাটা সাইন্স ভেন ডায়াগ্রাম দিয়ে এই শব্দটাকে সবচেয়ে ভালো ভাবে সংজ্ঞায়িত করেছে, যেটা ২০১০ এর সেপ্টেম্বরে তার ব্লগে সে প্রকাশ করে।

ডাটা সাইন্স তিনটি স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত। একজন পরিসংখ্যানবিদ জানে কিভাবে একটি ডাটাসেট এর মডেল এবং সারসংক্ষেপ করতে হয়। একজন কম্পিউটার সাইন্টিস্ট দক্ষতার সাথে ডাটা সংরক্ষণ, প্রসেস ও ভিজুয়ালাইজ করার জন্য এ্যালগরিদম ডিজাইন ও ব্যবহার করতে পারে। একজন বিষয় ভিত্তিক অভিজ্ঞ সঠিক প্রশ্ন করতে এবং তার উত্তর কি হওয়া উচিত তা বলে দিতে পারে।
Last updated
Was this helpful?